পথ ছাড়ো, আমি ফিরে যেতে চাই
দু'কূল ছাপানো প্লাবনের মাঝে আমি চাই না আর ঠাঁই।
পথ ছাড়ো, দোহাই দিও না আর
মাথার দিব্যি দিয়ে বলছি, আমি মেনে নিয়েছি হার।
পথ ছাড়ো, আর শুনবো না মানা
অবাধ্য শিশুর মতো আবদার করি, 'আর বলোনা না না।'
পথ ছাড়ো, আমাকে ফিরে যেতে হবে
পায়রার পায়ে থাকা শিকলটিকে গিয়ে খুলে দিতে হবে।
পথ ছাড়ো, আমায় আটকাইও না আর
মাথার দিব্যি দিয়ে বলছি, আমি মেনে নিয়েছি হার।
পথ ছাড়ো, যেতে দাও অক্লেশে
চোখ হতে গলগল রক্ত ঝরে, তাই, বলি অবশেষে–
তুমি পথ ছাড়ো, আমি জানাতে চাই– 'বিদায়'
'ভালোবাসাহীন দরিদ্র যুবক' কিছুই না আর চায়...