আহারও নয়, বাহারও নয়;
এক কাপড়েই সব অভিনয়
তোমার সদা চলে।

পরকে আপন, ঘরকে আপন
গাছের মতোই জীবনযাপন
নিজের ধরাতলে ।

তুমি কি পেলে–?
  
দিন পেরোলো, রাত গড়ালো
উপোস বেশি না থাকা ভালো–
'নির্যাতনের জেলে'।

তুমি কি পেলে–?

তুমি কি খেলে ?