'সুখ' ভাবাটা ভুল হবে
শুধু তোমারটাকে ঘিরে,
আমাকে কাজের পর–
তাই যেতে হবে ফিরে।

মা'কে দুবেলার রান্না
বাবাকে দু'বেলা আরাম,
ছেলে হবার দায়িত্বে আমার
রোজ ঝরলে ঝরবে ঘাম!

কাঁদা মাখা পা। তাতে–
যত ঘেন্না আমার তরে।
আমাকে কাজের পর–
আসলে যেতে হবে ঘরে...।

'তুমি হাত পেলে ধরো...
আমি সাদা ভাতে খুশি।'
ভালোবাসি বললে বলবো
আমি এমনই ভালোবাসি।

তোমার হাত ধরে– সব
ছেড়ে ছুঁড়ে যাওয়ার
এমন সাহস আমার যেন
কোনোদিন না হয় আর...