***
তোমাতে যে কথা শিখেছি,
আমি, পারিনি, সে কথা লিখেছি।
নিজেকে তাই তোমারই চরণে- সজোরে করেছি ছি ছি ছি!
তোমাতে যে কথা শিখেছি।।
ভুলে গেছি সে তো কবে,
হবে, দু-তিন জনম হবে।
এই জনমে তবে- বলা যে যায়-, সে সব কথা- বিকেছি !
তোমাতে যে কথা শিখেছি।।
কেন তবে লিখে চলেছি-?
আমি, কেন আজ হেসে জ্বলেছি ?
নিভে গেছি কবে, জ্বলে কি তবে জ্বলনের মাঝে টিকেছি-?
কেন তবে লিখে চলেছি-?
তোমাতে যে কথা শিখেছি...!