শেষ ভাষণেই ছড়িয়ে দিলো গলগলিয়ে জিব
'সবুজ ঢাকা শস্য মাঝে সূর্য রাঙা টিপ'।
নির্যাতিত মানুষ তা শুনেই পেলো– কি সুখ!
এগিয়ে এলো, রাষ্ট্র গড়তে; বুড়ো-জোয়ান-শিশু।
একক রাষ্ট্র গড়ে তোলা যাদের ছিলো লক্ষ্যে
শহীদ হলো তারা, কিছু ঠাঁই নিলো বক্ষে।
স্বাধীন হবার স্বাদটি হয়ত শুকিয়ে যেতো মাঘে–
সেই মানুষটি না থাকলে; একশো বছর আগে।
হৃদয়তলে তাইতো– তিনি রক্তজলে বহমান;
'প্রণাম নিও– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'।
'মুজিব শতবর্ষ'