খাবে কি? সে কথাই ভাবি।
বসে বসে মন অচেতন,
শেকড় তা ভাবছেন; তবু
সজাগ করো তোমারও মন।
পেট ভরে তুমি খেও না
কিছুটা করো তুমি অনশন,
সঞ্চিত করো অল্প খানিক;
রোজগার সে যে বড় বিভীষণ।
জানিনা, সে কবে উঠবে
'নক ডাউন' ঘোষিত কানুন,
অল্পেতে খুশি হও তুমিও;
পেটে রেখো কিছুটা উনুন।