বিলিয়ে দেবো শরীরটাকে, মিলিয়ে দেবো জলে,
শূণ্য হয়ে শূণ্যে যাবো, মেঘ মাঝিদের দলে।
তখন তুমি খুঁজতে গেলে ফিরবে খালি হাতে
দেখতে যদি চাইবে, তুমি দেখতে পাবে রাতে–
মিটমিটিয়ে যে তারাটি জ্বলছে না আর ভালো,
মুখের আদল তার'ই মাঝে ফেলবে আয়না আলো।
তোমার হওয়ার চাইতে আমার তারা'ই হওয়া শ্রেয়
এই ধরণীর বুকেও ভারি– শূণ্যের বোঝা প্রিয়।
বিলিয়ে দেবো শরীরটাকে, মিলিয়ে দেবো জলে,
শূণ্য হয়ে শূণ্যে যাবো, মেঘ হাওয়াদের দলে।