ইচ্ছে করে না যেতে। তোর কাছে বা ঘরে।
সব আছে জানি তবু– শূন্য শূন্য করে।
আজ হোক বা কাল
মেঘ যেন চিরকাল...
বৃষ্টিতে ভিজে রোজ বাঁধছি প্রবল জ্বরে।

ইঁটের গাঁথা জীবন। ভালোই তবু খড়ে।
বাদল দিনে কেবল সেথা বৃষ্টি শুধু পড়ে।
আমি থাকি বা মন
ঠাঁই হয় এক কোণ,
তবুও ভালো আছি। বৃষ্টির সাথে লড়ে।

পর ভাববো কাকে। ভেবেছি সব গড়ে।
শক্ত হল সকল শুধু আমারই ভিত নড়ে।
না থাকি, বা আছি–
আমারই কাছাকাছি,
কাউকে আমি চাই না। চাই না কোনো ঝড়ে।

সব আছে জানি তবু– শূন্য শূন্য করে....