যৌবনের এই মাঝ দরিয়ার আয়না আদলে
প্রতিবিম্ব হয়ে ভালোবাসাদের লড়াই চলে গতরে,
অথচ, প্রতিটি মুহূর্ত গুলোকে বিলুপ্ত করার বদলে
আমি তাকে– আরো আঁকড়ে রাখি ভেতরে ভেতরে।
তোমার স্পর্শ পেতে হবে এই নিঃস্বার্থ ভালোবাসায়
সে আমি চাই না, কিংবা সাতটি মৃত্যুর পরও–
তুমি আবার ফিরে আসবে, অহেতুক সেই আশায়
আমি দিন গুণি না, ভেতরে বাঁধি না প্রবল জ্বরও।
সে অনেক ভালো, আমার নিঃসঙ্গ থাকবার চেয়ে
কেউ তো থাকে পাশে, কেউ তো বলে– 'আছি'!
থাক না চারিদিকে আমার ঘনঘোর কালো ছেয়ে
দুএক পশলা বৃষ্টি ঝরলে আমি চাতকের মতো নাচি।
এইভাবেই আমি আমার ভেতরে গড়েছি শব্দ নীড়
সেই নীড়ে 'তুমি নও–', তোমার স্মৃতিদের হোক ভীড়।