একটি কথার– গভীরতা
কয়জনা তা জানতে মজে?

একটি কথার ঠিক কতটা–
সামনে থাকা মানুষ বোঝে?

একটি কথার ভেতর ঘরে
লুকিয়ে থাকা ষোলোআনার

অর্থখানায়– চাপায় মাটি;
থাকে না কোনো চেষ্টা জানার।

বোঝাতে যাবে, বাড়বে বোঝা
হারাবে কথার সব পরিচয়।

সহজ কথা– সহজে নেওয়া
সব মানুষেরও ধর্ম নয়।

তার চেয়ে ভালো নীরবতা,
জিততে হলে ঠিক সেখানে।

কথায় কথায় বাড়লে কথা–
উল্টোপাল্টা আনবে মানে!