নদী যেমন ভালোবাসে
বইয়ে চলতে বুকের জল
পাখি যেমন ভোরের আকাশ
ভালোবাসে গাছের ফল,
শিশির যেমন ভালোবাসে
গাছের পাতা, ঘাসের শহর
মাটি যেমন জড়িয়ে থাকে
পাথর, পলি, গাছের শিকড়।
সাগর যেমন মুক্ত রাখে
গভীর বুকে, ঝিনুক মাঝে।
মা যেমন ভালোবাসে সন্তানেরে ;
তেমনতর– সকাল সাঝে
সে'ও আমায় মনে রাখুক
অল্প হলেও– আদর ভরে,
সে'ও আমায় ভালোবাসুক
মিথ্যে হলেও– অল্প করে...।