হয় হৃদয়ের লেনদেন
হয় হৃদয়ের বেচাকেনা ।
কেবল, আমি'ই বিক্রি হই না।
সহজ নয়, আমার আমি কে কেনা।
অহৃদয় নিয়ে আমাকে বাঁধতে এসো না তাই।
চেঙ্গারি আমি। পুড়ে যাবে। হবে ছাই।
সর্বদা জেনো, যেখানে আমি, যেখানে আমার আমি।
সেখানে'ই– আমাকে ঘিরে কেবল আমার আগামী।