যে পারে ঠ্যাং করছে টানাটানি
আমরা কেবল– করছি কানাকানি,
বুকের ভেতর আগুন কোথায় জ্বলে?
উপড়ে দেবো বিষ গাছেদের জড়
সাহস করে লাগিয়ে দেবো চড়
তেমন কোথায় বুকের সাহস ফলে?
অনেক হলো চুপসে হয়ে থাকা
চুন ও কালি অনেক হলো মাখা
এবার শপথ পাল্টে নেওয়ার পালা।
সরব হওয়ার হলো যখন সময়
হাটিয়ে তখন বুকের সকল ভয়,
তাদের এবার বলতে হবে– 'শালা'।