সব কিছু ভুলে যেতে হবে
সব বাঁধন খুলে যেতে হবে।
যেতে যেতে আরো যেতে হবে
সাফল্য কাছে পেতে হবে।
দূরত্ব– আরো দূর হোক!
দূরে যাক সব দুখ্ শোক।
মনটাকে এইবার বোঝা!
শূন্য সে করে ফেল খোঁজা।
কেটে ফেল সব ঘনঘোর।
তার তরে বারবার তোর–
কাছে যাওয়া আর হবে না।
ছুঁয়ে দেখা– আর হবে না।
চোখে দেখা– আর হবে না।
'কোনোদিন– সে কথা কবে না।'
সব কিছু ভুলে যেতে হবে
সব বাঁধন খুলে যেতে হবে...।