বিষাদ ঘনালে মনে– জানালা খুলে দাঁড়াই।
রিলিং ধরে মন। মন দাঁড়ালোও আজ...

ভালো দেখতে পাই না। তবু, চশমা ছাড়াই
দেখি, কিছু লতাপাতা জড়িয়ে ধরেছে গাছ।

বিষাদ ঘনালে মনে– জড়িয়ে থাকতো 'সে'
থাকতে থাকতে হয়ে যেত কত বেলা।

এখন কে কতটা ছেড়েছি ভালোবেসে
বুঝিয়ে দিচ্ছে, যেন আমাদের অবহেলা।

বিষাদ ঘনালে মনে, জানালা খুলে দাঁড়াই।
দেখি, কিছু লতাপাতা জড়িয়ে ধরেছে গাছ।

ভালো দেখতে পাই না। তবু, চশমা ছাড়াই
রিলিং ধরে মন...। মন, দাঁড়ালোও আজ।