আবির গুলো– গালের উপর মশগুল
হাওয়া বয়, শিমুল-পলাশ নির্ঘুমে,
রঙ ঢেলেছে বাগের যত সব ফুল;
এমন দিনে, ভীষণ খুশির মরশুমে–
ঘরের মধ্যে বন্ধ আছো–? আর না!
কপাট খুলে বেরিয়ে এসো বাইরে!
রঙের জলে ধুইয়ে ফেলো কান্না;
'রঙের মেলায়'–, জীবন ভরা চাইরে।
*******
সবাইকে দোলের শুভেচ্ছা জানালাম।