মাতে হুঁশহীন প্রেমে,
সাথে দু'জনেই নামে
ঘৃণা ভরা পথ মাঝে।
মা বাবার মুখ– লাজে
ভার হয়ে থামে।
সাথে দুজনেই নামে।
বোঝে না প্রেমের জালে–
চুনকালি লাগবে গালে।
অবশেষে পৌঁছে যায়
সব সীমা পেরিয়ে প্রায়
জীবনের মগডালে।
চুনকালি লাগাতে গালে।
তখন–
যারা ভালোবাসে যাকে
ক্ষতি হবে, না পেলে তাকে।
পুড়বে মুখ, পোড়াবে মুখ
নিরপরাধীর ভাঙবে বুক
জীবন জমবে পাঁকে।
যারা ভালোবাসে যাকে
ক্ষতি হবে, না পেলে তাকে।