থেমে যাও, আর এসো না ভেতর
বুক জুড়ে শুধু পাথর পাথর
হোঁচট খাবে
আঘাত পাবে
গুছিয়ে রাখো– বুকের গতর।
বুক জুড়ে শুধু পাথর পাথর।
নেমে যাও, হৃদ মধ্য হতে
খুঁজে নাও নয়া সঙ্গী পথে
পথের বাঁকে
আর আমাকে
পাবে না কোনো তোমার ক্ষতে।
খুঁজে নাও নয়া সঙ্গী পথে।
এ কূলে শুধু খাইয়ের সাজ
প্রেমে নাও আর বাইতে নারাজ
বাঁচার পথে–
জমতে জমতে
বুক নগরে– শুধু পলির ভাঁজ।
প্রেমে নাও তাই বাইতে নারাজ।