আপন যারা, তারা তাদের দলে
বুকের থেকে বাদ দিয়েছি সকল,
কারোর মনে জায়গা হয়নি বলে–
প্রেমহীনতায় জীবন করছে দখল।
শূন্যতাতে– ভুগছে হৃদয় এখন...
ভালোবাসারা ছুঁড়েছে আস্তাকুঁড়ে,
হৃদমাঝারে আসছে নানা স্বপন,
জ্বর হয়তো– বাঁধবে পাঁজর জুড়ে।
পাঁজর জুড়ে– সাহারাহীন ধু ধু,
তবু তোমায় বলছি তুমি শোনো
মনের খবর মন-ই জানে শুধু
এ জ্বরের ওষুধ নেই কোনো...।