(১)
তুমি। আমি। আমরা।
–এর স্বপ্ন বাস্তব হবার আগে
আমি এবং তুমি।
সর্বপ্রথম 'এক' হতে লাগে।

(২)
এক হতে হলে– এক হতে হয়,
একে একে এগারো না!
বুকে যেতে হলে– সর্বপ্রথম
জরুরি খুব– 'পিয়ার হোনা'।

(৩)
ভালোবাসা'– খোলা মাঠ
যেথায় তুমি খুব চেনা।

লাগলে লাগাও– রাজ্যপাট!
নিলাম তবু হচ্ছি না!