(১)
প্রতিদিন ওঠে ঝড়, প্রতিদিন ওঠে ভয়
প্রতিদিন বুকে চড় দিয়ে বুক বড় সয়।
পৃথিবীতে যারা ভাবে প্রেমে থাকে চাওয়া-পাওয়া
তার কাছে– চিরকাল 'পাওয়া' শুধু ঝড় হাওয়া।
(২)
যে হাওয়া– হৃদয়ের ধুয়ে দেয় ক্ষত
তার কাছে চিরকাল থাকা যায় ঋণী,
তার কাছে চিরকাল হওয়া যায় নত,
সে হাওয়া– কোনোদিন বুকে ওঠেনি...
(৩)
হাওয়ায়– উড়ুক চুনরি বুকের
হাওয়ায় দুলুক দুল,
হাওয়ায় উড়ুক যতন মুখের
উলঝে যাওয়া চুল।
আসান বেণী সাজিয়ে ধরো;
সরিয়ে ফেলি ভুল...
দিচ্ছি কিনে– গুছিয়ে পর
খোঁপায় বেলী ফুল।