(১)
যতটা দরকার ঠিক ততখানি হলে
নিজেকে গুটিয়ে নিয়ে থাকি।
তোকে বেহিসাবি ভালোবাসি বলে
হিসেবে হিসেবে কাছে ডাকি।
(২)
খুঁজে ফিরি আজও কবিতায়,
যেমন খুঁজছি ঠিক আজ।
ডাকি বলে– চলে আসা যায়...
ছুঁড়ে ফেলে সব কাজ-টাজ!
চেনা ডাক ঢোকে না কানে,
ঝংকার গানে না বাজে?
এভাবে চলে যাওয়া, মানে–
দূরত্ব চাইছো ঠিক মাঝে...।
(৩)
মাঝ বরাবর মাঝ-বয়সী কন্যা দাঁড়িয়ে ঠায়,
কোন কারণে, অকারণে পথিক দাঁড়িয়ে হায়!
ও সে সর্বনাশের খেলায় খেলায় হচ্ছে মাতোয়ারা,
ওকে বুঝিয়ে দাও ভালোবাসার বদলে গেছে ধারা!