(১)
পাশাপাশি থেকেও প্রেমের
ফোটেনি ফুল অহরহ।
তাইতো দুয়ের মাঝামাঝি
দেওয়াল নামক বিরহ।
(২)
বাছবে যদি বাছো
যে তোমায় অঙ্গ দেয়।
দোয়াও চাও তার জন্যে–
যে তোমায় সঙ্গ দেয়...।
(৩)
ভেঙেছে যা ভাঙতে দাও হৃদ বিশ্বাসের,
দোয়া চাইলে, চেও– শুধু শেষ নিশ্বাসের।