(১)
সে আর ফিরবে না। এ কথা মন–
কোনোমতে মেনে নিতে পারছে না।

অধীরে তবু খুলে বসে বাতায়ন,
স্মৃতি যেন তার পিছু ছাড়ছে না।

(২)
ছেড়েছো চেনা হাসি, ছেড়েছো চেনা স্বর
ছেড়েছো তাই বলে– তোমারও একা শহর।

(৩)
দিল্লি থেকে সোজা– 'ক্যালকাটা সিটি',
সাদামাটায় চশমা এঁটে, ইন-পোশাকে বুটে
আমি সকল ফেলে আবার আসবো ছুটে;

তুমি একলা হলে– আবার পাঠিও চিঠি।