(১)
সব ভুলে যাওয়ার কথাই যখন ভাবি
তখন কথার গভীরে, আরো গভীরে নাবি...।
(২)
তোমার কথা গভীর তখন আরো
রাত্রি যখন নিঝুম,
তোমার কথা কেড়েও নিতে পারে
কারো চোখের ঘুম।
(৩)
রাত জাগতে ভালোবাসেন?
তবে বই পড়ুন।
নয়ত সহজ উপায়...
আপনি প্রেমে পড়ুন।