(১)
বারবার শোনালো সে–
'চলে যা! ভালোবাসা পাবি না ভালোবেসে...'
আর, আমার যখন পালা আসে
হৃদয়ে ভালোবাসা আসে
তখন কবিতা বিনা অক্ষরে চলে গেল নিরুদ্দেশে।
তাই পাতাটা এখনো খালি–,
তোরা দে তালি,দে তালি!
আমার, কবিতা হারানোর কষ্ট'রা যেন–
কিছু খালি পাতায় কিছু লিখে আসে.....
শেষে, বারবার বলে গেল সে
'চলে যা, ভালোবাসা পাবি না ভালোবেসে!'
(২)
কবিতা বলল– 'তুমি কবি হবে?'
আমি বললুম– 'হবো।'
অবশেষে, আমায় কবি বানাবে বলে
কবিতা ছেড়ে চলে গেল...
তবে, এই মহামানবের সাগরতীরে–
'কবিতা ছাড়া কি কেউ কবি হতে পারে?'
(৩)
কবিতা খুব খুশি জানি। কবি নেই তার।
ভাবে মনে, কি জানি! সে ছিলো কবে কার!
(৪)
কবিতা, কষ্টতে আমায় নিয়ে মাতো!
আর সুখেতে অবাধে ঘুষি, লাথও।