(১)
পায়েতে আমার শিকল নেই,
পা'খানা তবু আছে বাঁধা।
যেতে পারি না সেখানে তাই;
যেখানে আমার আছে রাধা।
(২)
আত্মা মিশেছে তোতে। শরীর হয়েছে দূর।
ক্ষতরাও কোনোমতে– পেয়েছে সমুদ্দুর।
তবুও আমার আমি আলাদা হয়েই রয়!
জানে না সবটা শেষে– মিশেটা যেতে হয়।
(৩)
আমি আমার মতো নই'রে।
মন চায় তবে
তোরই সবে
আমি তোরই মতো হই'রে।