(১)
ঝিঁঝিঁ পোকার ডাক, কুকুরের ঘেউ ঘেউ
বুঝিয়ে দিলো আমায় হয়েছে অনেক রাত।

বুঝিয়ে দিলো আমায় এবার ঘুমাতে হবে;
অনেক হয়েছে মনের বিরহে বিরহে সংঘাত।

(২)
ঘুম যেন হারিয়ে গেছে
মাঝ রাতেতে চোখ থেকে
কি জানি ঘুম কোথা গেছে
বিছানায় এ 'দেহ' রেখে।

(৩)
তোমার দেশে যেতে যত লাগে লাগুক টাকা!
ঘুম– তুমি তা নিয়ে যেও, বালিশের তলে রাখা।