(১)
নদীর বুকে পাথর হওয়া সহজ,
কেবল, কবিতার বুকে অক্ষর হওয়া কঠিন।
(২)
আমি তোমার তোমাকে মুক্ত করেছি,
কবিতা, 'আমার আমি' তোমাকে মুক্ত করেনি আজও–!
(৩)
কবিতার কান্না অপদার্থ কবিরা'ও শুনতে পায়।
কিন্তু, কবিদের কান্না কোনো কবিতাই
শুনতে পায় না। তা না হলে–
'কবিতা' ঘুমের দেশে সুখের স্পর্শে শীতের লেপে, আদর মাখা প্রিয়মানুষের প্রিয়ক্ষরের গল্প হয়ে, আপন সুখে, নিরুদ্দেশি স্বপ্ন সুখের উল্লাসেতে, একটি কুয়াশা মাখা সুন্দর ভোরের অপেক্ষাতে– ধীরে ধীরে ঘুমকে ডেকে আনতো না....! অবশ্যই কবির সাথে জেগে থাকতো।
(৪)
কিছু কবিতা বুকের ব্যথা বোঝে
কিছু কবিতা নামেই পাতা ভরায়,
কিছু কবিতা কবি'কে ঠিকই খোঁজে
বোঝে! কলম– কতটা রক্ত ঝরায়...