(১)
এত আলো।
                   তবু হায়–
ঘুঁচলো না ঘন কালো।

যেন– না ঘুরে পৃথিবী স্থির হয়ে আছে।
        তাই, একদিকে আলো।
অন্যদিকে ঘোর ঘন কালো।

(২)
মাঝ রাতে আজ ঘুমে ভেঙে দেখি–
তুমি নেই মোর পাশে।

স্বপ্নেও তুমি আসোনি; আর
এলেও না অবকাশে।

(৩)
সাজালে, আসবে যে সুখ–
না লোকে পাবে তা কভু;
যা লোকে বলবে বলুক!
পালোকে সাজাবো তবু।