(১)
কে আছি কোথায়, তার নেয় বা কে খোঁজ?
ভুলে গেছি ভাবতেই– তুমি মনে আসো রোজ।
(২)
স্মৃতিটুকু আছে। আর কথা যত তা হয়েছে বিলীন।
ন্যাপথলিন বোঝালো– ভাই আমি আমারই আজকাল বড়ই মূল্যহীন।
(৩)
কার কে বা কে কার!
বয়ে যাওয়া 'সময়' ঠিক বলে দেয় তা।
আগুনের ঠিক ব্যবহার–
পাঠককে বুঝিয়ে দেয়; আজও কিছু কবিতা।
(৪)
রাত তো অনেকে জাগে;
কেউ অভাবে আর
কেউ স্বভাবে....