(১)
চুপ থাকারও একটা শব্দ আছে...
ক'জনার বা তা শোনবার কান আছে?
(২)
একটা নদী আমার জন্যে কেনা।
কান্না যেথা ঝর্ণা ধারা,
যেথা সাগর ঠিকানা।
(৩)
ধীরে ধীরে বাড়তে থাকে 'তার' বন্ধুর তালিকা
হয়ত মেসেঞ্জারের শব্দ আসে অহরহ,
তবু বিধাতা– তাকে সবে সুখের দাও মালিকা;
শুধু দিও না তাকে আমার মত বিরহ....