(১)
কৃষ্ণচূড়া বয়ে যেতে যেতে হয়েছে বরফ।
শেষে– বরফ হয়েছে আগুন।

আমিও একদিন বলবো তোকে–
তুইও করেছিস্ খুন!

(২)
খুন করে দেখে নিস্
ধার কতখানি!

অভিমানে কোপাতে–
রেডি 'অভিমানী'।

(৩)
আমার পোড়েনি কোনো কিছুই। অযথা– ঘি ঢালো।
পোড়াতে আমায় দেখি– তোমার সর্বস্ব বিকালো...।