শূন্য এ বুক, ভীষণ অসুখ–!
ক্ষতর উপরে ক্ষত,

তবু পোড়া মুখ– খোঁজে মুঠো সুখ,
তোমাতেই হয় নত।

এ যে– কথা নয়, নয় অভিনয়
শুনলে সবই ঠিকই

হয়ত সময়– বা অসময়
পৌঁছোবে, এক চিঠি...

খুলে দ্যাখো তারে... নদীটির পাড়ে
একাকী একলা ক্ষণে

লেখা আদরে– ''বার বার পড়ে
বারবার পড়ে মনে..."