ঢেউয়ের আঘাত লাগলো ভীষণ।
বুকেতে তখন– একটাই পণ
'ছোট্ট বেলার সেই দিন গুলি
ফিরুক আঙিনায়'।
ছোটাছুটির মধ্যিখানে–
কখন যে জীবন স্থির ওখানে,
বুঝতে আমি পারিনি ভাই
জীবন– মোহনায়।
জীবনের তাই সন্ধ্যে বেলায়
মন মাতে যে আবার খেলায়।
ভুল করলাম কেন রে আজ–
হলাম আমি বড়,
ডাকছে আবার দিতেই আদর
ওই খেলা মাঠ, ওই খেলা ঘর।
ও ভাই আমার চল না রে চল
হই না আবার জড়ো।