প্রেম বিলাতে এসে-,
বিলালাম না,
তোমাতে-, ভালোবেসে
মিলালাম না।
যত, অঙ্কের খাতা তাই,
পুড়ে ক্ষয়, হয় ছাই-;
তোমার হৃদয়- 'আমি'
হিলালাম না।
প্রেম বিলাতে এসে-,
বিলালাম না।।
বুকটা যায় যে জ্বলে
বিনা আগুনে,
সুখটা আসে না কেন
সব ফাগুনে?
শুধু, মাসের পর মাস,
বেড়ে চলে- হাঁসফাস!
এমনে-, নিজেকে তাই
খিলালাম না।
প্রেম বিলাতে এসে-,
বিলালাম না।।
আশা তো ছিল মনে,
ছিল স্বপনে-,
প্রেম বিলাবো জনে,
বনে, তপনে।
আজ, আশারা জমাতে- কালি,
বলি ওহে- বনমালি,
প্রেমের অমৃত আজ
পিলালাম না।
প্রেম বিলাতে এসে-,
বিলালাম না।।