আকাশ মেঘে ঢাকা
ফিরছে ঘরে পাখপাখালি...
একটি বার তাকা!
ছুটছিস কেন বাইরে?
গুড়গুড়াগুড় মেঘের ধ্বণি
যাস না আর তাই রে।
ও মামনী শোন!
ভিজতে পারিস, সাঁঝের বেলা
বর্ষা আসে কখন।
জ্বর নামতে পারে...
'ইস্কুলে তার কাল পরীক্ষা
কে বোঝাবে তারে'!
কে বা কার শোনে
বাবার ডাক একটিও বার
নেয় না মামনী মনে...।
মায়ের হাতে লাঠি
দৌড়ে পালায় প্রকৃতি প্রেমে
সকল করে মাটি...