হৃদয়টাকে গহীন কোণে রেখেছি নিজেই চুপ
মাঝপথে এসে পথ হারালাম, বিপদ বাড়ল খুব।
সে কথা হৃদয় জেনেছে, তবু সজাগ নেই কোনো
গ্রীন পেরিয়ে জীবন আবার পেরোলো রেডজোনও।

বেরিয়ে ছিলাম পথের মাঝে আপন গতি নিয়ে
নদীর মতো পথ হারালাম, পথের মাঝে গিয়ে।
চলতে গিয়ে জীবনটাতে ভাঙলাম নানা প্রথা
পাড়াপড়শি, আত্মীয়স্বজন বলল নানান কথা।

সে সব কথা শুনছি, আর দেখছি একা দাঁড়িয়ে,
ভালো রাখার, ভালো থাকার শপথ গেছে হারিয়ে...