পায়েতে ব্যথার প্রলয়
পেটেতে ব্যথার ভয়

তাই, দাঁড়াতে হয়।

মা কে বলেছিলাম–
পাঠাতে একটি বাম।

মুশকিল– যুদ্ধ কাম।  

রাত্তিরে দু'চোখ স্থির,
ভোরেতে ঘামে শরীর।

চলনের– গতি ধীর...  

এদিকে দায়িত্ব গুলো
দু'কুড়ি প্রায় ঠেকলো।  
  
ছেলেবেলা সব হারালো।  

ঠুনকো টাকার স্বাদ,
এখনো গড়িনি ছাদ।
  
সবই তে– লাগছে বিষাদ।
  
মৃত্যুর পাশে এগোনো।
প্রবাসী জীবনে যেন...

বহুবার– হই খুনও !