ডায়নোসর যুগ ধরে গড়া যত ঘর
ধ্বংসের স্তূপে জমে কঠিন সে পাথর।
পাথর সে যতই হোক কঠিনেতে পূর্ণ
হাতুড়ির ঘায়ে তাকে হতে হবে চূর্ণ।
বালি সে আকারে হোক– কাঁকর প্রায়
জলেরতলা তাকে ডেকে নিয়ে যায়।
জল সে যতই নিক কঠিন আকার,
তাপের কাছে আজও– সে নিরাকার।
কেবলই মানুষ তার সব কিছু ছেড়ে
অহং কে সেরা করে, আপনকে মেরে।
আপনকে মেরে, সে কোথায় লুকাবে?
এ কথা ভুলে যায়, সে পুড়ে ছাই হবে।
এত কিছু দেখেও– শেখে না মানুষ;
তাদের মানুষ কি বলি? বলি অমানুষ।