জুতোহীন। শুধুই হেঁটে চলা...
সেই কোন মহাযুগ থেকেই আমার হাঁটা শুরু।
কখনো হেঁটে হেঁটে পাহাড়-নদী-পর্বত পেরিয়ে গেছি।
কখনো হেঁটে হেঁটে বসতি গড়েছি।
কখনো নিজেকে চিনতে শিখেছি।
হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়নি তবু!
তাই, আজ অগ্রগতির পথ ধরে–
বড় বড় বন পেরিয়ে, সাগর নদী পাহাড় পেরিয়ে,
সুপার নোভার আলোর রশোনিতে
হেঁটে হেঁটে আজ আমি শহরের পথে।
আজ আমি নগরের পথে।
আজ আমি– মহানগরের পথে।
এখনো হাঁটছি...
"এখনো হাঁটছি, দুমুঠো খাবারের খোঁজে।
এখনো হাঁটছি একমুঠো– খাবারের ভোজে"।
জুতোহীন। সে হাঁটা– শুধুই হেঁটে চলা।
শুধু'ই হেঁটে চলা...
জানি না তবে কখন– হেঁটে হেঁটে,
পাদদেশটা ক্ষয়ে যেতে যেতে
আজকাল গোড়ালি ঠেকেছে আমার...।