দাঁড়িয়ে থাকতে হয়, বুকেতে নিয়ে জাহাজ।
জীবন ছুটি-হীন...। কেবল, কেবল কাজ।
কাজের মধ্যিখানে– ঘরে দিয়েছি কল।
শুভদিনের সকালে তাই খুশির অনর্গল।
মা দিলো 'আশিষ'। সঙ্গে আছে বাবার।
পাবার মধ্যে এটুকু হোক আমার কাছে পাবার।
বন্ধুরা দিক আড্ডা। নন্দনে নিয়ে যাক।
নেই এমন স্বপ্ন...। এমন স্বপ্ন থাক!
জীবন যেখানে দূরে... যেখানে বেদনার উৎসব
নতুন– কি হবে কিনে! পুরানোতে হবে সব।
কেবল কিনেছি 'আমাকে'। আমার এমনতর দিনে।
বিশেষ কিছু না হোক, তাই আমার জন্মদিনে...