দিনের শেষে এখনো দূরে যামিনী...
পোড়ার ভয়ে– 'ওড়ার স্বপ্ন' থামেনি।
মন দিয়েছি আকাশ জুড়ে ওড়াতে,
কে বা বলো আমায় পারে পোড়াতে!

ওড়ার মধ্যে একটা জীবন সজ্জিত
চুপ থাকা সে জীবন বড় লজ্জিত।
মধ্যরাতে রবির মতো– উজ্জলময়,
ঘুমিয়ে দেখা স্বপ্ন কোনো স্বপ্ন নয়।

স্বপ্ন যত সজাগ– তত অধীরে
ছুটছে জীবন গভীর হতে গভীরে।
নেতিয়ে গেলে স্বপ্ন'রা হয় ছারখার...
(তাই) আমার ওড়াকে থামায় এত সাহস কার!