এক নিমেষে বুঝিয়ে দেবে
চাঁদের মতোন– শুকতারাও,
ওদের কাছে সব বোঝানো
হাতের মোয়া'ই বলতে পারো।

মুখে তাদের বেজায় হাসি
হলদে-সাদা দাঁতের ফাঁকে,
ইনিয়ে-বিনিয়ে নানান ছলে
বাগিয়ে তোমায় ফেলবে পাকে।

আপন হবে, কাছের হবে,
দুদিন পরে দেখবে তখন–
ওই মানুষ'রা পিশাচ রূপে
বুকের পাশে বড্ড গোপন।            

এমন মানুষ দশটি দিকে–
প্রকাশ্যেতে ঘুরছে লাখো,
তাদের থেকে 'মোমের মানুষ'
ভীষণরকম সামলে থাকো।