তুমি বিন্দু নও, তুমি সিন্ধু
ওহ্ আমার প্রিয় বন্ধু
তোমাকে পেয়ে পৃথিবী হয়েছে গ্রহে অন্য,
তোমাকে পেয়ে পৃথিবী হয়েছে বড় ধন্য,
তুমি সবার থেকে আলাদা, তুমি অনন্য।
ওহ্ আমার প্রিয় বন্ধু
তোমার হাতে রঙতুলি, একবার নিলে তুলি–
রেঙে যায় আকাশের সব তারা।
সূর্যও দেখে নেয়– সন্ধ্যেরা।
নদী হয় উত্তাল, গাছ পায় প্রাণ
সাইকেলের ছেলেটিও– কি যেন আপ্রাণ
অপেক্ষায়, অধীর, নীরব চেয়ে চেয়ে শত অনুষ্ঠান।
শুধু তোমারই জন্য....
তুমি সবার থেকে আলাদা, তুমি অনন্য।
ওহ্ আমার প্রিয় বন্ধু
তুমি বিন্দু নও, তুমি সিন্ধু।
তুমি চাঁদ, তুমি আদুরে খুবই
তুমি রঙে রঙে রাঙাতে এসেছ পৃথিবী...