দক্ষিণে দোলে হাওয়ার দোলা
খোলা জানালার কপাট খোলা
হাওয়া ঢোকে, ঢোকে বৃষ্টির ছিঁটে।
পাতাদের দল ধুলোর ঝাপট
একখানা ভাঙা কাঠের খট
মাটির ঘর, কোনো গাঁথা নেই ইঁটে।
অথৈ জলের ছলকানিতে
উঠোন ঘেরা বেলকনিতে
বৃষ্টি যে– নাম নেয় না থামার।
ভিজে চপচপ বালিশ ও কাঁথা
ভিজে চপচপ বিছানা পাতা,
রাত পার হবে কেমন আমার...