ওসব কথায় দি না কান, শুনিনি বললো কে
বদলে ফেলেছি এক পলকে আমার আমি'কে।
মা বলেছে-, 'ওদের কভু করিস নে কো মানা'!
তাইতো সেদিন বিলিয়ে দিনু শীতের জ্যাকেটখানা।
ছুটে গিয়ে তাই সহস্রবার- ওদের পাশে দাঁড়াই,
ওরা আমার আপন নয়, তবুও হাত বাড়াই।
ওদের পাশে দাঁড়াই, আমি হৃদয় জুড়াই না!
কষ্ট করে কামিয়ে টাকা নেশায় উড়াই না।
বড্ড ভালো লাগে, আমার পাওয়া ওদের আশীষ
তোরাও ভাই আমার মতোই– ওদের ভালোবাসিস!
আমিও গরীব, তাতে আমার– কি এসে যায় শুনি!
ওদের ভালো থাকায় আমি আমার কাছে ধনী।