কি দেবো তোমায় করাতে পূর্ণ
নিজেতে যেখানে সবেতে শূন্য!
বরং তুমিই দিও– যেটুকু পারো,

আমি চাই– আরো, আরো, আরো।

ছোটার জীবনে– জয়ের সাঁকো
পাওয়ার মধ্যেও পেলাম নাকো।
শূন্যতা তাই  সবেতেই ভাবি!

আমি আমার আমার এমন অভাবি।

পাই না নাগাল। পাই না'ও থই।
বেঁচে থাকা! না থাকার মতোই।
শুধু শ্বাসেতেই আমার অস্তিত্ব,

নইতো আমার আমি আজীবন মৃত।