মন কাননে ফুটেছে ফুল, টুটেছে মনের যাতনা,
ছুটেছে সুবাস চারিটিদিকে-, নেই কোনো তার ঠিকানা ।
মনটা যে তাই- মনেরই ঘরে
খুশিরই বেশে সেজেছে ওরে-;
তারই খুশিতে মাত না-!
মন কাননে ফুটেছে ফুল-, টুটেছে মনের যাতনা ।।
মৌমাছি তাই মধুর নেশায়- গুনগুন সুরে যতনে
ফোটা সে ফুলে- মধুই খায়; বাঁধা দেয় শত পতনে ।
মৌমাছি তাই- মনের পরাগ
আর এক মনে- ক্ষণেতে ভরাগ;
পেয়ে থাকে যদি সাধনা ।
মন কাননে ফুটেছে ফুল, টুটেছে মনের যাতনা ।।
সে ফুল তুলে যদি না মালা- গাঁথা হয় আজ গরবে
মন তবে বেশ যাতনাতে ফের- রয়ে যাবে চির পরবে ।
হোক তবে গাঁথা- ও ফুলে মালা
নিভে যাক শত হৃদয়ের জ্বালা
না হলে মরে- যাবো না ।
মন কাননে ফুটেছে ফুল টুটেছে মনের যাতনা ।।