তুই, ছড়ালে সুবাস ফুলের পরে
পাঁপড়ি গোটায় সাধ্য কার!
তুই, ছড়ালে রোশনি হৃদয় ঘরে
নিমেষে হাটে অন্ধকার।
তুই, মেঘের মতো ভেসে বেড়াস
পলকে পেরোস্ অন্যচোখ,
তোকে ডাকলে পাশে– এমন এড়াস্
যেন আমি অন্যলোক...।
তুই জেনেশুনেই ওঠাস্ প্রলয়
আসলে তুই খুব আলাদা,
তাইতো, আলাদা করে বলতে হয়
কেমন করে নেভায় বাদা!
তোর ডাকতে লাগে বারোমাস
আসতে লাগে যুগ সময়,
তোর ভালোবাসার একশো আকাশ–
নীচে দাঁড়িয়ে বলতে হয়
তুই ছুঁয়ে দিলে জল এক নিমেষে
হয়ে ওঠে সে– গঙ্গাজল;
তাই, মন ময়ূরী আমার পাশে
দো-চার কদম সঙ্গে চল।